
আখাউড়া সীমান্তে ১ কোটি ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
ব্রাহ্মণবাড়িয়া: বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ গংগাসাগর বিওপি টহলদল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী মসজিদ পাড়ায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ কোটি ৪০ হাজার টাকা মূল্যের ২,০০৮টি ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারীরা বিভিন্ন পথে অবৈধভাবে মোবাইল ডিসপ্লেগুলো বাংলাদেশে আনতে চেষ্টা করছিল।
জব্দকৃত পণ্যগুলো বিজিবির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য নেই! একটি মন্তব্য লিখুন।