
এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ দাবি করেছে। সোমবার (২৬ মে) এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ২৯ মে’র মধ্যে তাকে অপসারণ করতে হবে।
সংগঠনটির নেতারা বলেন, এনবিআরের বর্তমান চেয়ারম্যানের প্রতি কর্মকর্তা-কর্মচারীদের আস্থা ও বিশ্বাসে চরম সংকট তৈরি হয়েছে। তিনি সরকারের নীতিনির্ধারকদের কাছে তথ্য গোপন করেছেন এবং আন্দোলনের যৌক্তিকতা সম্পর্কে সঠিক চিত্র উপস্থাপন করেননি।
এর আগে ১২ মে সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করে এনবিআরকে দুটি বিভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয়। এর বিরোধিতা করে ১৩ মে থেকে আন্দোলনে নামেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।
২০ মে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ঐক্য পরিষদ, যেখানে তাদের দাবি ও উদ্বেগ তুলে ধরা হয়। এরপর রোববার (২৫ মে) অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, এনবিআর বিলুপ্ত করা হচ্ছে না; বরং প্রতিষ্ঠানটিকে স্বাধীন ও বিশেষায়িত বিভাগ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এজন্য ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশে সংশোধনী আনা হবে বলেও জানানো হয়।
এ ঘোষণায় আন্দোলন থেকে সরে আসে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে চেয়ারম্যান অপসারণ বিষয়ে অর্থ মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত জানায়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপকর কমিশনার রইসুন নেসা, উপকমিশনার শাহাদাত জামিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য নেই! একটি মন্তব্য লিখুন।