
জুলাই ঘোষণাপত্র নিয়ে ফের আলোচনায় অন্তর্বর্তী সরকার
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতন ঘটে এবং অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের অন্যতম দাবি ছিল একটি রাজনৈতিক রূপরেখা ভিত্তিক “জুলাই ঘোষণাপত্র” প্রকাশ। তবে নয় মাস অতিক্রান্ত হলেও এখনও সেই ঘোষণাপত্র প্রকাশ করা হয়নি।
সম্প্রতি, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে—আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং ঘোষণাপত্র প্রকাশের জন্য ৩০ কার্যদিবস সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়সীমার চার দিন ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে। এ প্রসঙ্গে আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে সরকারের প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়েছেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি ২৬ কর্মদিবস।” শেয়ারকৃত ভিডিওতে আন্দোলনের সময়কার কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে, যেখানে তৎকালীন শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরা হয়।
এর আগে, গত ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের একটি কর্মসূচি শহিদ মিনারে আয়োজনের কথা থাকলেও, আগের দিন রাতে সরকারের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে জানানো হয় যে, এটি কিছু সময় পর প্রকাশ করা হবে। এরপর আন্দোলন সাময়িক স্থগিত রাখা হয়। সরকারকে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত সময় দেওয়া হলেও সে সময়ের মধ্যেও ঘোষণা আসেনি।
ফলে সাম্প্রতিক সময়ে আবারও ছাত্র-জনতার পক্ষ থেকে চাপ সৃষ্টি হওয়ায় সরকার নতুন করে ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাপত্র প্রকাশের প্রতিশ্রুতি দেয়। এখন দেখার বিষয়, এই সময়সীমার মধ্যেই সরকার তার প্রতিশ্রুতি পূরণ করতে পারে কিনা।
মন্তব্য নেই! একটি মন্তব্য লিখুন।