
তেঁতুলিয়ার সীমান্তে তিন রোহিঙ্গা তরুণী আটক
পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা তরুণীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকাল ৭টায় তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। জানা গেছে, তারা প্রতারকের ফাঁদে পড়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
আটক তরুণীরা হলেন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা আবুল ফয়েজের মেয়ে মাইজুমা (১৭), শফি উদ্দীনের মেয়ে শারমিন আক্তার (১৭), এবং আবুল কালামের মেয়ে নুরছাফা (১৮)।
পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের তেঁতুলিয়া উপজেলার শারিয়ালজোত বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্তের মেইন পিলার ৪২১-এর কাছে দর্জিপাড়া এলাকায় অভিযান চালান। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান প্রতারক ইসমাইল হোসেন, যিনি কক্সবাজারের উখিয়ার বাসিন্দা বলে জানা গেছে।
অভিযানে তিন তরুণীকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত হয়। তারা সবাই কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। প্রতারক ইসমাইল তাদের আগের দিন পঞ্চগড়ে নিয়ে এসেছিলেন এবং ভারতে পাচার করার পরিকল্পনা করেছিলেন। তবে, অনুপ্রবেশের আগেই বিজিবি তাদের আটক করে।
বর্তমানে ওই তিন তরুণী তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে বিজিবির হেফাজতে রয়েছেন এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আইনি প্রক্রিয়া চলছে। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি জানান, তারা প্রতারণার শিকার হয়েছেন এবং তাদের পরিবার ও কক্সবাজারের শরণার্থী শিবিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
মন্তব্য নেই! একটি মন্তব্য লিখুন।