
দিনাজপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে বিএসএফ জওয়ান আটক
দিনাজপুরের বিরল সীমান্তে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিজিবির পাঠানো এক বার্তায় জানানো হয়, আটককৃত জওয়ানের নাম উপল কুমার দাস।
বিজিবি জানায়, ওই বিএসএফ সদস্য গরু-ছাগল তাড়ানোর সময় ভুলবশত জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের সীমানায় প্রবেশ করেন। দুপুর সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম বলেন, “বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে এবং উভয় বাহিনীর আলোচনার ভিত্তিতে তাকে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় সীমান্তের দুই দেশের বাহিনীর মধ্যে যোগাযোগ বজায় রাখা হয়েছে এবং সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়া হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
মন্তব্য নেই! একটি মন্তব্য লিখুন।