
বাস্তবভিত্তিক এডিপি, মেগা প্রকল্পে ঋণ নয়: অর্থ উপদেষ্টা
নতুন অর্থবছরের বাজেট বাস্তবায়নে অত্যন্ত বাস্তবভিত্তিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) গ্রহণের ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করে বলেছেন, “ব্যাংক থেকে ঋণ নিয়ে কিংবা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করা হবে না। বড় বড় মেগা প্রকল্পের জন্যও ধার করা হবে না।”
মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা নিজে।
ড. সালেহউদ্দিন বলেন, “বাজেটটি মোটামুটি বাস্তবায়নযোগ্য হবে। বিরাট কোনো ঘাটতি থাকবে না। প্রকল্প ও এডিপি বাস্তবায়ন করবো অত্যন্ত বাস্তবভিত্তিতে। কিছুটা ঘাটতি অবশ্য থাকবে, তবে সেটি পূরণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।”
রাজস্ব বোর্ড বিভক্তি নিয়ে মন্তব্য
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভক্তির ফলে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, “এখন পর্যন্ত রাজস্ব আদায় গত বছরের তুলনায় ২ শতাংশ বেড়েছে। আশা করছি অন্তত আগের চেয়ে কম হবে না।”
তিনি আরও বলেন, “বিশ্বের বিভিন্ন দেশেই নীতিনির্ধারণ (পলিসি) বিভাগ ও বাস্তবায়ন বিভাগ আলাদা থাকে। এনবিআর যদি নীতিনির্ধারণ করে এবং নিজেরাই আদায় করে, সেখানে স্বার্থসংঘাতের আশঙ্কা থাকে। তাই পলিসি নির্ধারণে প্রফেশনালদের দায়িত্ব দেওয়া দরকার।”
ক্রয় কমিটির সিদ্ধান্ত
বৈঠকে দেশের তেলের ঘাটতি পূরণে রাইস ব্রান অয়েল আমদানির বিষয়েও আলোচনা হয়। পানিসম্পদ মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্প ছাড়াও খাদ্য গুদাম সংক্রান্ত কিছু প্রস্তাব পাস হয়। এছাড়া এলএনজি আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলেও বৈঠকে জানানো হয়।
মন্তব্য নেই! একটি মন্তব্য লিখুন।