
‘রগ কাটা’ অভিযোগ নিয়ে মুখ খুললেন ঢাবি ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ আজ দুপুর ৩টার দিকে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে ‘রগ কাটা’ অভিযোগ নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সিনেট, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের মধ্যে সীমাবদ্ধ। ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘রগ কাটা’ অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে ফরহাদ বলেন, গুগলে অনুসন্ধান করলে দেখা যাবে, সব ক্রাইম ছাত্রলীগের নামে এসেছে, শিবিরের নামে কোনো ডকুমেন্ট নেই।
‘রগ কাটা’ শব্দটি শিবিরের সঙ্গে কেন যুক্ত হচ্ছে এমন প্রশ্নে ফরহাদ বলেন, ফ্যাসিবাদীরা বারবার একটি বিষয়কে প্রতিষ্ঠিত করতে চাইলে সেটি স্বাভাবিকভাবেই জনগণের মনে স্থান করে নেয়। যদিও কেউ নেগেটিভ প্রচার সমর্থন করে না, তবুও সমন্বিত প্রচেষ্টায় সেটি প্রতিষ্ঠিত হয়ে যায়।
এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতির পরিচয় প্রকাশ্যে আসার পর এবার আলোচনায় আসেন শিবিরের সেক্রেটারি। একটি স্ট্যাটাসে শিবিরের সেক্রেটারি হিসেবে ফরহাদের নাম উল্লিখিত হয়, যদিও তার সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের সূত্র মতে, এস এম ফরহাদ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং কবি জসিম উদদীন হলের আবাসিক ছাত্র। তিনি জসীম উদদীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মন্তব্য নেই! একটি মন্তব্য লিখুন।