
সাবেক এমপি মমতাজের ৪ দিনের রিমান্ড
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে, দুপুর ২টা ১৫ মিনিটে মমতাজ বেগমকে আদালতে হাজির করা হয় এবং তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম, আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন।
দুই পক্ষের শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে পুলিশ।
মন্তব্য নেই! একটি মন্তব্য লিখুন।